Login

প্রতিষ্ঠান সম্পর্কে

মানুষের জ্ঞানের তৃষ্ণা আছে। তৃষ্ণা মেটানোর জন্য মানুষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করে। অন্ধকারের কুহেলিকা দূর করে শিক্ষার আলোয় জগতকে উদ্ভাসিত করার নিমত্তে সর্বোপরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ১৯৪৩ সালের ১লা জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয় ‘খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসা’ নামক এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটি । জেলা থেকে ঢাকা কুয়াকাটা মহাসড়কে কলাপাড়া শহরের প্রান কেন্দ্রে এই প্রতিষ্ঠানটি অবস্থিত। এটি ছাত্র ও ছাত্রীর সমন্বয়ে একটি সহ শিক্ষার প্রতিষ্ঠান।

লক্ষ্য ও উদ্দেশ্য

মিশন: জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও নৈতিকতার উতকর্ষ সাধন, মেধা, মনন, ও সৃজনশীলতায় শ্রেষ্ঠত্ব অর্জন, দেশপ্রেম ও জবাবদিহিতায় উদ্দীপ্ত নেতৃত্ব বিনির্মাণ এবং মানবকল্যাণে একক ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করা ।

ভিশন: কল্যাণময় সমাজ বিনির্মাণে সকল মানবিক মূল্যবোধে উজ্জীবিত কাঙ্খিত প্রজম্ম ও নেতৃত্ব তৈরী করা।

ইতিহাস

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ১৯৪৩ সালের ১লা জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয় ‘খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসা’ নামক এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটি । প্রতিষ্ঠানটি ছরছিনা দরবার শরীফের মরহুম দাদা হুজুর (রহঃ) প্রতিষ্ঠা করেন।

যোগাযোগ করুন

আমাদের সাথে যোগাযোগ করুন
খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসা
উপজেলা: কলাপাড়া।
জেলা: পটুয়াখালী।
মোবাইল: 0130910370

মোবাইল: 01712462829
জি-মেইল: knkm102370@gmail.com

Bright school
Developed by....