Login

অধ্যক্ষর বাণী

বর্তমান যুগ বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির উৎকর্ষের যুগ। আধুনিক বিশ্বের সকল ক্ষেত্রে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি পালন করছে জাদুর কাঠির মতো বিস্ময়কর ভূমিকা। শিক্ষা ক্ষেত্রে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির ব্যবহার ইতিমধ্যেই বিশ্বব্যাপী বিরাট আলোড়নের সৃষ্টি করেছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার এদেশের শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির ব্যবহারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অভিন্ন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার ব্যাপারে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সরকারের আহ্বানে সাড়া দিয়ে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা উপকরণ ও তথ্য-প্রযুক্তির ব্যবহার শুরু করেছে । এ শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে বেশ কয়েকটি স্মার্ট ক্লাস রুম স্থাপন করা হয়েছে। এছাড়াও কলেজ একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডকে আরো গতিশীল ও তথ্য-প্রযুক্তি বান্ধব করার লক্ষ্যে একটি সমৃদ্ধ ওয়েব সাইট চালু করার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

আমি আশাকরি এর মধ্যদিয়ে আমাদের শিক্ষার্থীরাই শুধু নয় সারা দেশের শিক্ষা ব্যবস্থার একটি সামাজিকরণ সম্ভব হবে। আমি আমাদের মাদ্রাসার সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক সুধিমহল সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই ।

Bright school
Developed by....